নিজস্ব প্রতিবেদক :-
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই খাজু মিয়া নেতৃত্বে ইপিজেড এলাকায় ডিউটিরত অবস্থায় আরিফুল ইসলাম"র গতিবিধি সন্দেহ হলে আটক করে তল্লাশী করে ৫টি বুলেট ও একটি সুইচ গিয়ার পাওয়া যায়। বুলেট আছে পিস্তল কোথায় জিজ্ঞাসাবাদে আটক-কৃত আরিফুল ইসলাম জানান, জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম বলতে পারে, এসব বুলেট তার বলে জানালে। তখন তাকে নিয়ে জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম উত্তর আশ্রাফপুরের বাসা তল্লাশী করে, ওয়াড্রব এ ড্রয়ার থেকে তার কোটের সাথে পেচানো একটি পিস্তল, পাঁচ রাউন্ড বুলেটসহ দুইটি ম্যাগজিন উদ্ধার করেন পুলিশ।
১। আটককৃতরা হলেন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুনের ভাই জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম (৫১), পিতা- আব্দুল মতিন, সাং- ধর্মপুর কোতয়ালী, হাজী আলী মিয়ার বাড়ি, ধর্মপুর ডিগরী কলেজের সাথে স্থায়ী ঠিকানা তবে উত্তর আশ্রাফপুরের বাসায় তিনি ভাড়া থাকেন বলে জানা যায়। মাসুদুল হক মাসুম কুমিল্লা কোটের উকিল বলে জানা যায়।
২। আরিফুল ইসলাম(৩৬), পিতা- খুরশেদ আলম, সাং- ধর্মপুর কোতয়ালী, হাজী আলী মিয়ার বাড়ি, ধর্মপুর ডিগরী কলেজের সাথে বাসা। তাদেরকে গ্রেফতার করে নিয়মিত আত্র আইনের মামলাত আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত মামলা তদন্ত করেছেন ওসি তদন্ত আব্দুর রাজ্জাক।
এ ঘটনায় কুমিল্লা মহানগর জামায়াতের আমীর একেএম এমদাদুল হক মামুনের ভাই জামায়াত নেতা ও এড. কেআইএম মাসুদুল হক মাসুম গ্রেফতারে পর কুমিল্লায় উত্তেজনা বিরাজ করছে, জামায়াতের রাজনীতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র