
জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :- সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারকাজের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এরইমধ্যে বুধবার রাত ৮:৩০মিনিটে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান, হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে অবস্থিত শ্বশুর বাড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়েছেন তিনি এদিকে বুধবার মধ্যরাত থেকেই মিছিলে মিছিলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানেই রাত্রিযাপন করবেন তারা।
এরইমধ্যে সিলেট-৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এবং সিলেট-৫ আসনে জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ওবায়দুল্লাহ ফারুকসহ বিভিন্ন উপজেলা থেকে নেতকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছেছেন।এছাড়া সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান করছেন নেতাকর্মীরা সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ২০ বছর পর আজ সিলেটে এলেন তারেক রহমান এখান থেকেই আনুষ্ঠানিকভাবে আগামীকাল বৃহস্পতিবার জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করতেন বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা বলেন, তারেক রহমানকে এক নজর দেখতে রাতেই সিলেট এসে পৌঁছেছি। তাকে কাছে থেকে দেখা এবং তার বক্তব্য শোনার ইচ্ছা ছিল খুব। সকালে সেই ইচ্ছা পূরণ হবে। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সিলেটে অবস্থান করছেন। তার সমাবেশ ঘিরে পুরো সিলেটে আমেজ বিরাজ করছে। মধ্যরাতেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। কয়েক লাখ মানুষের জনসমাবেশ ঘটবে।



