অনলাইন ডেস্ক :-
খেলাধুলা নিয়ে চর্চা করা হচ্ছে না বলে দেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে আরামবাগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড়দের প্রীতি ম্যাচ দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, খেলাধুলা নিয়ে কোনো সরকারই সেভাবে কাজ করেনি। বিএনপি ক্ষমতায় গেলে পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করার কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণার অংশ হিসেবে এই প্রীতি ম্যাচে অতিথি হিসেবে যোগ দেন মির্জা আব্বাস।
এখান থেকে মতিঝিলের অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি। পরে ভোটারদের নিয়ে যাবেন মতিঝিলের ব্যাংক কলনি এলাকায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজায় অংশ নেবেন তিনি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র