শিরোনাম
সিরাজদিখানে আওয়ামী লীগের দোষর এখন বিএনপি নেতা, দল-বদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার জামায়াতের নেতৃত্বাধীন ঐক্যজোট সরকার গঠন করলে দিনাজপুরে সিটি করপোরেশন হবে: জামায়াতে ইসলামীর উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো : রংপুরে ডা. শফিকুর রহমান দেবীদ্বারে এলপি গ্যাসে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ, ডিলার থেকে দোকানদার-ভোক্তারা পড়ছেন চরম ভোগান্তিতে লালমাইয়ে রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার দখলদার, চাঁদাবাজ ও মাদককারবারিদের বয়কট করুন: সারজিস আলম উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ না: মির্জা ফখরুল রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর: পাপিয়া

উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ না: মির্জা ফখরুল

Chif Editor

উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ করতে পারবে না। এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল।

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে  নির্বাচনি প্রচারণায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। যাদের আপন ভেবে মানুষ কাঁদে।

ভোটারদের সজাগ করে তিনি বলেন, সামনের মাসের ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। একটা দল ভোট চাইতে আসছে আপনাদের কাছে। দাড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করছে? করে নাই। আমরা কাজ করছি। আমরা পরীক্ষিত দল। আপনাদের কাছে ভোট চেয়েছি। আপনারা ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি। 

এ সময় সরকারে থাকাকালীন যেসব উন্নয়ন করেছেন সেসব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীত অভিজ্ঞতা থেকে বলছি। বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন। 

মির্জা ফখরুল উপস্থিত ভোটারদের কাছে জানতে চান গত পনেরো বছরে কেউ কি ভোট দিতে পারছেন। জবাবে ভোটাররা বলেন, পারিনি। তিনি বলেন, ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে। আবার কখনো ভোটটা নিয়ে চলে গেছে। এই ছিল গত পনেরো বছর। এখন একটা সুযোগ আসছে,

আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হাসিনা আপা চলে গেছে ভারতে। চলে গেছে ভালো করেছে। কিন্তু আপনারা যারা সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছে। আমরা বলছি, যারা নিরপরাধ তাদের কেউ বিপদে পড়বেন না। আমরা আছি তাদের পাশে। যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেবো না।

তিনি বলেন, আমি আমার এলাকার হিন্দু-মুসলমান, বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করি। আমাদের উন্নয়নের জন্য কাজ করি। আমরা একসাথে কাজ করতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।

মির্জা ফখরুল আরও বলেন, কিছু লোক হিন্দু মুসলিম ভাগ করতে চাই। কিন্তু আমাদের ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করি।

Leave a Reply