
নিজস্ব প্রতিবেদক :- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন তালুকদারের হঠাৎ বিএনপি নেতায় রূপ নেওয়া। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোষর হিসেবে পরিচিত এই ব্যক্তি এখন নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইকবাল হোসেন তালুকদার (পিতা— মৃত মোছলেম তালুকদার) মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। এ সংক্রান্ত একটি স্বাক্ষরিত কাগজপত্র বর্তমানে এলাকাবাসীর হাতে রয়েছে, যেখানে স্পষ্টভাবে তার নাম, পদবি ও স্বাক্ষর সংযুক্ত রয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে ইকবাল হোসেন দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন এবং এলাকায় একক প্রভাব বিস্তার করেছেন। অথচ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি কৌশলে দল পরিবর্তন করে বর্তমানে বিএনপির ছত্রচ্ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
মধ্যপাড়া ইউনিয়নের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা দিনের পর দিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সুবিধা নিয়েছে, তারাই এখন নতুন পরিচয়ে বিএনপি নেতা সেজেছে। এতে রাজনীতির আদর্শ ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
অন্যদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, অতীতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়াই দলে জায়গা দিলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সুবিধাবাদী দলবদল স্থানীয় রাজনীতিকে কলুষিত করে এবং ত্যাগী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেয়। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট অবস্থান ও সাংগঠনিক তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইকবাল হোসেন তালুকদারের প্রতিবেদক কে বলেন আমি দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতির করে আসছি, আওয়ামীলীগের রাজনীতির সাথে আমার কোন সংযোগ নাই, আমার নামে আওয়ামীলীগের সদস্য ফরম রয়েছে আমি জানি না। এরকম ফরম বনানো যায়, কেউ আমার নামে ফরম বানিয়ে অনলাইনে দিয়েছে।
এলাকাবাসী ও রাজনৈতিক সচেতন মহল দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রাজনৈতিক পরিচয় জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানিয়েছেন।


