প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ
বিএনপি-জামায়াত সংঘর্ষে ভোলায় রণক্ষেত্র
অনলাইন ডেস্ক :- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বরহানগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পক্ষিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদের নেতৃত্বে বরহানগঞ্জ বাজারে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলের পেছনে থাকা জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদারের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির মো. হারুন অর রশিদ বলেন, মিছিলের পেছনে থাকা লোকজনের সঙ্গে কিছুটা বাক-বিতর্ক হলেও বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাতাব্বরের উসকানিতে তাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতের তিনজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
অন্য দিকে বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর জানান, জামায়াতে ইসলামীর মিছিলের পেছন দিক থেকে শাকিল হাওলাদারকে দেখামাত্র উসকানিমূলক কথা বলা হয়। এর প্রতিবাদ করলে জামায়াতের নেতাকর্মীরা তাকে মারধর করেন। পরে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে বিএনপির অন্তত ছয়জন আহত হন বলে তিনি জানান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেউ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র