অনলাইন ডেস্ক :- সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
ফেসবুক পোস্টে তারেক রহমান জানান, নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেই তিনি বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক খবর পেয়েছেন। তিনি লিখেছেন, সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশ নারী ফুটসাল দলের খেলোয়াড়রা যে ক্রীড়াশৈলী ও প্রতিভার পরিচয় দিয়েছেন, তা প্রমাণ করে—সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারা আরও বড় মঞ্চে দেশের গর্ব ও সম্ভাবনাকে তুলে ধরতে সক্ষম।
তারেক রহমান আরও উল্লেখ করেন, নারী ফুটসাল দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতে তাদের আরও বেশি পরিচর্যা, পৃষ্ঠপোষকতা ও ক্ষমতায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল, যা দেশজুড়ে প্রশংসা ও আনন্দের আবহ সৃষ্টি করেছে।

প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র