শিরোনাম
রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র থেকে ১৪১৫টি নদ-নদী পরিদর্শন শুরু করল ‘নোঙর’; স্বতন্ত্র নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠনের দাবি নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের পরও প্রচারণায় সক্রিয় সেই জামায়াত নেতা চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন: পোস্টাল ব্যালট হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এনসিপির প্রার্থী আরিফুলের দেশজুড়ে ভোট উৎসব, শহর থেকে গ্রাম-গঞ্জে ছুটছে রাজনৈতিক দলগুলো দেশে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের সিদ্ধান্ত: বিডা চেয়ারম্যান শুধু প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তবায়নেও বিশ্বাসী: নবীউল্লাহ নবী দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি

শুধু প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তবায়নেও বিশ্বাসী: নবীউল্লাহ নবী

Chif Editor

অনলাইন ডেস্ক :- প্রচারণার প্রথম দিন থেকেই নিজ আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। সেই ধারাবাহিতকতায় আজ সোমবার (২৬ জানুয়ারি) তিনি চষে বেড়াচ্ছেন ৬৫ নম্বর ওয়ার্ডে। সকাল থেকে অত্র ওয়ার্ডের তুষার ধারা এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন নবীউল্লাহ নবী।

গণসংযোগকালে তিনি বলেন, শুধু প্রতিশ্রুতিই নয়, আমরা বাস্তবায়নেও বিশ্বাসী। কথার ফুলঝুরি দিয়ে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবো না, ইনশাআল্লাহ যা বলবো তা বাস্তবায়নের চেষ্টাও করবো। আমার এই পথচলায় আপনাদের সহাযোগিতা চাই।

এছাড়া গণসংযোগকালে অত্র ওয়ার্ডের বিভিন্ন নাগরিক বিড়ম্বনা ও সমস্যার কথা শোনেন নবীউল্লাহ নবী। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply