প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
দেশজুড়ে ভোট উৎসব, শহর থেকে গ্রাম-গঞ্জে ছুটছে রাজনৈতিক দলগুলো
অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে জোরালো নির্বাচনী প্রচারণা। ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে হাঁটছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন থেকেই শহর থেকে গ্রাম-গঞ্জে ছুটছে রাজনৈতিক দলগুলো।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা সভা-সমাবেশ, মিছিল ও গণসংযোগের পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত মোট ২০ দিন প্রচারণা চালাতে পারবেন।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শঙ্কামুক্ত করতে নিরপেক্ষতা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে জামায়াতে ইসলামীও। সোমবার কুষ্টিয়া ও মেহেরপুরে জনসভা দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের প্রচারণা শুরু করে দলটি। মেহেরপুরের জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অতীত শাসকদের সমালোচনা করে বলেন, তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি ও মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেয় দলটি।
অন্যদিকে ঢাকা-৯ আসনে দশ দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি নির্মূল করতে হলে তা নিজের ঘর থেকেই শুরু করতে হবে। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন এবং বিভিন্ন বাজার ও সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন।এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দলের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরবেন। ধারাবাহিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে এবং ২৩ বছর পর বৃহস্পতিবার রাজশাহীতে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া নওগাঁও, বগুড়াতেও নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র