প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
ডাকসু নিয়ে বেফাঁস মন্তব্য, পদ হারালেন সেই জামায়াত নেতা
অনলাইন ডেস্ক :- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জামায়াতের সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা উপজেলায় এক নির্বাচনী জনসভায় মো. শামীম আহসান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন। তার ওই বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হন।
এতে আরও উল্লেখ করা হয়, ওই মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এমন বক্তব্য সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী। এ কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং জেলা কর্মপরিষদের সিদ্ধান্তক্রমে তার সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সকল প্রকার দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, “কেন্দ্রের নির্দেশনা ও জেলা কর্মপরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র