অনলাইন ডেস্ক :- সাবেক সংসদ সদস্য এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম বলেছেন, আগামী নির্বাচনে আমরা সৎ, যোগ্য, ইমানদার এবং আমানতদার প্রার্থী এবং নেতাকে বাছাই করে নেবো। যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে মহিলা জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. আমেনা বেগম বলেন, দায়িত্বশীল হিসেবে আচরণ করা আমাদের সবার ইমানি দায়িত্ব। আগামী ১২ তারিখে আমরা সবাই ভোট দেবো। এই ভোট হবে বিবেকের রায়। আমাদের ইমানি দায়িত্ব, নাগরিক দায়িত্ব। দেশ গড়ার এই দায়িত্ব এবং কর্তব্য দল-মত নির্বিশেষে পালন করবো।
বক্তব্যের শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের যে স্বপ্ন ছিল, জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, নতুন একটা শান্তি-সুখের-ইনসাফের বাংলাদেশ রচিত হোক, স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা দল মত নারী পুরুষ নির্বিশেষে কাজ করি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র