
অনলাইন ডেস্ক :- দীর্ঘ দুই দশক পর নওগাঁয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে শহরের এটিম মাঠ ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জনসভায় অংশ নেওয়ার কথা থাকলেও, তার আগেই পুরো মাঠ ও আশপাশের সড়কগুলো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নওগাঁ জেলার ১১টি উপজেলা ও পার্শ্ববর্তী জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ঢাকঢোল পিটিয়ে, ব্যানার-ফেস্টুন ও বিএনপির লোগো সংবলিত বিভিন্ন রঙের ক্যাপ পরে জনসভায় অংশ নেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে এটিম মাঠ।
জনসভায় যোগ দিতে আসা ইব্রাহিম মণ্ডল বলেন, “ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ১২ কিলোমিটার হেঁটে এসেছি শুধু তারেক রহমানকে একনজর দেখার জন্য। দীর্ঘদিনের অপেক্ষা আজ শেষ হবে—এই আশায় আছি।”
বক্তারা বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বৃহত্তর স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। বক্তাদের মতে, এই নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।



