দেবীদ্বার উপজেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়নে নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির একাধিক নেতাকর্মীসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সুলতানপুর ইউনিয়নে এনসিপির পূর্বনির্ধারিত পথসভা উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছিল। প্রস্তুতির একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি কথাকাটাকাটির সূত্র ধরে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে বিরোধে জড়ায়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় এনসিপির কর্মী আব্দুল হালিম, সাইফুল ইসলাম বিল্লালসহ আরও অনেকেই আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা স্থানীয়ভাবে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সুলতানপুর ইউনিয়ন নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয়ক লিটন ভূঁইয়া অভিযোগ করে বলেন,“আজ বিকেলে আমাদের নাগরিক পার্টির একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কর্মসূচির প্রস্তুতির সময় স্থানীয় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিকল্পিতভাবে ঝগড়া বাধিয়ে দেয় এবং একপর্যায়ে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।”তিনি আরও দাবি করেন, হামলাকারীরা এলাকায় পরিচিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং রাজনৈতিক কর্মসূচি বানচাল করতেই এ হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির নেতাকর্মীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র