শিরোনাম
চৌদ্দগ্রামে অবৈধভাবে নদীর মাটি কাটার অভিযোগ, ফসল ও সেচ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বলছে ইসি আল্লাহ চাইলে ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো: তারেক রহমান নারায়ণগঞ্জ রুপগন্জ যুবদলের কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত আদালত চত্বরে হুমকি ও হামলার অভিযোগ! জমি বিরোধে নতুন মোড়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার বুড়িচং লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল রংপুরের ৫ দিন ব্যাপী সবুজ উদ্যোক্তা বিষয়ক বুট ক্যাম্প ২০২৬-অনুষ্ঠিত দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতাকে বৈষম্য বিরোধী মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- আরেকটা দল ভোটের জন্য এসেছে।তাদের মার্কা হল দাড়িপাল্লা। ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। অনেক লোককে মেরে ফেলেছে৷ মা—বোনদের ইজ্জত নষ্ট করেছে। তারা এখনো মাফ চাননি। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে ঠাকুরগাঁও—১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷

তিনি বলেন, বিকাশ নম্বর কাউকে দেবেননা এসব ভাঁওতাবাজি আর ধান্দাবাজি। ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে৷ এসব কথা সঠিক নয়। আগামী নির্বাচনে ভোট দিয়ে দেশের ভবিষ্যত নির্ধারন করবেন৷ গত ১৫—১৬ বছর দেশের অনেক ক্ষতি হয়েছে৷ ব্যাংক গুলো শূন্য হয়ে গেছে। সব টাকা নিয়ে পালিয়ে গেছে। সেগুলো ঠিক করতে হবে৷ ঝগড়াঝাঁটি না করে সঠিক মানুষটিকে নির্বাচিত করতে হবে৷

মহাসচিব বলেন,আমরা রাজনীতি করি দেশের মানুষের উন্নতির জন্য। শান্তিতে থাকার জন্য। বিগত সময় গুলোতে আমরা শান্তিতে থাকতে পারিনি৷ ১৫ বছর পর খারাপ সময় পার করেছি। এখন সুসময় এসছে৷ দেশে একটা ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে। এরকম একটা আশা জেগেছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় আপনার সাথে থেকেছি। আমার বাবা এলাকায় ভালো কাজ করেছেন। উনার ছেলে হিসেবে আমিও আপনাদের কাছে এসেছি। আমি মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেনা এক কাপ চা খেয়েছি। ো নির্বাচনে দলের পক্ষ থেকে আমি প্রার্থী। ভোট চাওয়ার জন্য এসেছি৷ মার্কা হল ধানের শীষ। এটাই আমার শেষ নির্বাচন৷ আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দেবেন৷

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার পর্যন্তসুদ সহ কৃষিঋণ মাফ করে দেওয়া হবে। এনজিও এর যত টাকা ঋণ আছে তার দায় সরকার নেবে। মায়েদের মওকুফ করে দেয়া হবে। এছাড়া মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে৷ শিক্ষিত বেকারের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে৷ সকল ধর্মের মানুষেরা শান্তিতে থাকবেন৷

Leave a Reply