শিরোনাম
স্বামী ঠাট্টা করে ‘বানর’ বলায় অভিমানে আত্মহত্যা করলেন স্ত্রী! এবার ঢাবির বাস যাবে কুমিল্লায়, চালু হচ্ছে রোববার ‘তারা কথায় কথায় ইসলামের নাম বলে, কিন্তু কর্মকাণ্ড ইসলামবিরোধী’ এবার সংঘর্ষে রণক্ষেত্র যশোর, আহত ১০ হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় চোরাগোপ্তা হামলা ‘যারা ক্ষমতার আগেই পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় গেলে কী করবে’ চৌদ্দগ্রামে অবৈধভাবে নদীর মাটি কাটার অভিযোগ, ফসল ও সেচ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বলছে ইসি আল্লাহ চাইলে ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো: তারেক রহমান নারায়ণগঞ্জ রুপগন্জ যুবদলের কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আল্লাহ চাইলে ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো: তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিন ভাগ্য গড়ার দিন, আগামী দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের রাজনীতি। এ দেশ কোনো দলের না, এ দেশ কারও ব্যক্তিগত না, এ দেশ কোটি জনগণের দেশ।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বহু কষ্টে, অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল সেইভাবে ১২ তারিখে ভোট দিতে হবে। ১২ তারিখের ভোটে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা না করি, তাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। ভোটের আগের দিন থেকে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো।

তারেক রহমান আরও বলেন, এই টাঙ্গাইল থেকে তৈরি তাঁতের শাড়ি-টুপি দেশের বিভিন্ন দেশে যায়। আমরা পরিকল্পিতভাবে যদি চেষ্টা করি তাহলে বিদেশের বাজার ধরতে পারি। আপনাদের এলাকায় প্রচুর আনারস চাষ হয়। টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পনা করলে এ পাটশিল্পকে বিদেশে রপ্তানি করা সম্ভব।

তারেক রহমান বলেন, আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, আজ যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকালে টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রওনা হন।

Leave a Reply