
অনলাইন ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘দেশে একটি মোনাফেকী দল আছে। তারা কথায় কথায় ইসলামের নাম বলে, কিন্তু কর্মকাণ্ড ইসলামবিরোধী।’
তিনি আরও বলেন, কর্মসংস্থান নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা শুধুমাত্র বিএনপির রয়েছে। কোন কোন খাতে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে তার রোডম্যাপ বিএনপির আছে। অপরপক্ষে জামায়াতের প্রতিষ্ঠানে তাদের সংগঠনের সাথী কিংবা কর্মী ছাড়া আর কেউই চাকরি পায় না। তারা সরকারে গেলে আওয়ামী লীগের চাইতেও বেশি দলীয়করণ করবে।
রাকিব বলেন, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের দৌরাত্ম এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের উৎখাত করা হবে। আপনারা যদি বিএনপিকে ভালবেসে থাকেন তাহলে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে শেরপুরের ৩টি আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ী করবেন।
তিনি বলেন, আমরা যা চাইব তা জনগণকে নিয়ে করার সামর্থ্য আমাদের রয়েছে। বিএনপি সাড়ে ১৫টি বছর ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে, তার সন্ত্রাসীদের চোখে চোখ রেখে রাজপথে ছিল। কোনদিন আপস করেনি। আপনারা যে ভাষায় কুরুচিপূর্ণ শ্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করছি। যদি সতর্ক না হন তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ হযরত আলী, শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ।
এর আগে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর পক্ষে ভোট চেয়ে ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।



