শিরোনাম
দিনাজপুর ২ (বিরল বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ এসএ পরিবহনের অফিসে সেনা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পন্য উদ্ধার আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার হুমকি রাণীশংকৈলে আওয়ামীলীগের ৪জন গ্রেপ্তার ওসি’র বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অভিযোগ ভূজপুরে রাজনৈতিক মামলায় নিরীহ মানুষ গ্রেপ্তার: এসআই খালেদের অপসারণ দাবিতে থানাঘেরাওয়ের ঘোষণা রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড় বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠে মির্জা ফখরুলের স্ত্রী নির্ভীক, পরিষ্কার ও সোজাসাপ্টা,এলবার্ট রিপন বল্লভ এবার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। ভোট হলে জামাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করুন : ডিএমপি কমিশনার

Juyel Khandokar

অনলাইন ডেস্ক:-

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে এবং কাজের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি আজ শনিবার মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) শহিদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

ডিএমপি কমিশনার বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। মুষ্ঠিমেয় সদস্যদের অপেশাদার কার্যকলাপের কারণে পুলিশের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়। এটি পুলিশ বাহিনীর জন্য একটি অপূরণীয় ক্ষতি। তবে আমরা দিন রাত পরিশ্রমের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন জায়গায় পৌঁছাতে পারবো যেখানে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে। তিনি আরও বলেন, পুলিশের উপর যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা অন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে ভিন্ন। পুলিশ হলো রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে থাকি। আর স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের ব্যবসা-বাণিজ্য ও সার্বিক উন্নয়নের পূর্বশর্ত।

আজকের কল্যাণ সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ফোর্সের উদ্দেশে যে সকল দিক নির্দেশনা প্রদান করেন সেগুলো ধারণ করে প্রত্যেক সদস্যকে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার। বক্তব্যের শুরুতে ডিএমপি কমিশনার ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মহুতি দানকারী শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে স্মরণ করেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী ও আহত পুলিশ সদস্যদের।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সভার সভাপতি যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলাম।
এ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন। সভা শেষে ডিএমপি কমিশনার ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করেন।
এসময় তিনি সংশি¬ষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, সংশি¬ষ্ট উপ-পুলিশ কমিশনারগণ ও পিওএম (উত্তর, দক্ষিণ ও পশ্চিম) বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply