ফজলুল হক জয়, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈরী আবহাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তোপের মুখে পড়লেন বিএনপি নেতা এড. রফিক সিকদার।
জানা যায়, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিফর্ম পরিহিত প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার।
মিছিলের ছবিগুলো (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন বিএনপির এই নেতা। স্কুলপড়ুয়া শিক্ষার্থী নিয়ে বিজয় মিছিল করার ঘটনায় বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মসজিদের ভেতরে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করতেও দেখা গেছে তাকে। যার কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কর্মী সংকটের কারণে রফিক শিকদার ভাই বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৫ আগস্ট বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ৭ আগস্ট পালন করেছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দলের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফোন কলের মাধ্যমে রফিক শিকদার জানান,"আমি সব সময় শিক্ষা বান্ধব,সুযোগ পেলে শিক্ষার্থীদের কাছে ছুটে যাই।ঐদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল ঠিকই তবে শিক্ষার্থীরা সহপ্রণোদিত হয়েই মিছিলে যোগদান করেছে।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছেলেমেয়েদের ডেকে এনে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করেন অ্যাডভোকেট রফিক শিকদার। এমনটি জানাজানি হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.