আজিজুল ইসলাম যুবরাজঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত তেজগাঁও থানা (ঢাকা মহানগর উত্তর) সমন্বয় কমিটির প্রথম কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বীর শহীদ জাহিদের কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে।
আজ সোমবার (৬ অক্টোবর) ঐতিহাসিক ২৪’র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তেজগাঁওয়ের সন্তান জাহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই কার্যক্রমের সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ও তেজগাঁও জোনের প্রধান সমন্বয়কারী মুনতাসির মাহমুদ, নবগঠিত তেজগাঁও থানা কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ নুর আমিন খান, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সুমন, লাপিফা আক্তার, মো. জাহিদ হাসান ফাইয়াজ, রাফসানুল হক কল্লোলসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ও সহযোদ্ধারা।
অনুষ্ঠানে শহীদ জাহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা শহীদদের ত্যাগ ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রক্তের ঋণ শোধে দেশ গঠনের কাজে একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সুমন বলেন, আমাদের এই কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের আদর্শকে হৃদয়ে ধারণ করার একটি প্রতিশ্রুতি। শহীদ জাহিদ আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের জন্য আত্মত্যাগ করতে হয়। আমরা তার পথ অনুসরণ করে জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”
প্রধান সমন্বয়কারী মোঃ নুর আমিন খান বলেন, শহীদ জাহিদের মতো সাহসী সন্তানদের ত্যাগ আমাদের পথ চলার প্রেরণা। আমরা সততা, নিষ্ঠা ও একতার মাধ্যমে একটি সুশাসিত সমাজ গঠনে কাজ করতে চাই।
এ সময় কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, জাতীয় নাগরিক পার্টি সব সময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। তেজগাঁও থানা কমিটি সেই নীতির ধারক ও বাহক হয়ে কাজ করবে।
দোয়া শেষে দলীয় নেতাকর্মীরা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।