শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি নিয়মিত হওয়ার আহ্বান এম পি পদপ্রার্থী প্রফেসর সাইফুল আলম চৌধুরী

Juyel Khandokar

মোঃ শামীম শাহরিয়ার, নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গনকিয়া এলাকায় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গনকিয়া প্রিমিয়ার লিগ ২০২৫-এর সমাপনী ফাইনাল খেলা।

মুরইছড়া আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত দর্শক, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলাটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইফুল আলম চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের তরুণরাই আগামী দিনের নেতা—তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি।”

“শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা গেলে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় অনেকাংশে রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেদওয়ান খান, জনাব আব্দুল মুহিত চৌধুরী রিপন, জনাব আজমল হোসেন চৌধুরী বাতেন, জনাব নাজিম উদ্দিন বাবুল, জনাব মোঃ রহমত আলী, জনাব দেলোয়ার খান দুলাল, জনাব মোঃ আব্দুল মুহিদ, জনাব মোঃ দুলাল মিয়া, জনাব নবাব আলী হাসিব খান, জনাব এম এ আহাদ, এবং জনাব দুলাল মাহমুদ প্রমুখ।

খেলাটি আয়োজন করে ইলেভেন ব্রাদার্স গনকিয়া, যারা দীর্ঘদিন ধরে এলাকায় ক্রীড়াচর্চা ও তরুণ প্রজন্মের বিকাশে কাজ করে যাচ্ছে।

ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি প্রফেসর সাইফুল আলম চৌধুরী।

Leave a Reply