ক্রীড়া প্রতিবেদক :- ৪ জানুয়ারি'২৬ সিডিএফএ- ক্লাইম্ব অ-১৫ একাডেমি কাপ ফুটবলের ২য় রাউন্ডের খেলায় শক্তিশালী আর জি ফুটবল একাডেমির সাথে মুখাবিলা করে। শক্তি মদ্ধায় পিছিয়ে থাকা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি শেষ পর্যন্ত ৬০ মিনিটের খেলাতে পেরে উঠতে পারেনি ইপিজেডের এই দলটি।
একাডেমির ফুটবল উপ কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক দোস্ত মোহাম্মদ ভাই আজকের ম্যাচ শুরুর প্রাক্কালে কর্মকর্তাদের জার্সি উন্মোচন ও দলীয় খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন। এসময় একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ, সিনিয়র ডিভিশনের ফুটবলার মোঃ মামুন,পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, উপদেষ্টা সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,মাঠ সহ-সমন্বয়কারী মোঃ আরাফাত হোসেন, সদস্য মোঃ রাহাত হাসান, সদস্য মোঃ আইয়ুব খান, দলীয় অধিনায়ক মোঃ সাফায়েতুল হক,সহ অধিনায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য মোঃ রাহুল উপস্থিত ছিলেন। ২য় রাউন্ডের খেলায় ভালো খেলেও দূরভাগ্য বশত হেরেছে দঃ হালিশহর ফুটবল একাডেমি।
পরবর্তীতে আরো ভালো খেলার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে খেলোয়াড়দের মনোবল সৃষ্টির অনুরোধ জানান উপ কমিটির চেয়ারম্যান দোস্ত মোহাম্মদ ভাই। আজকের খেলায় অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছে গোল কিপার মোঃ সাইমুর রায়হান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র