হোসেন বাবলা ক্রিড়া প্রতিবেদক :- ০৫জানুয়ারি নগরীর ইপিজেড থানাধীন পেশাজীবীদের ঐতিহ্যবাহী সংগঠন" প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি(প্রাচিকস) এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ জানুয়ারি, সোমবার দুপুর থেকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ মারুফ রহমান মনূ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ নূরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ আলমগীর, শেভরন ক্লিনিকেল ল্যাবরেটরি লিঃ জি,এম পূলক পারিয়াল, শেভরনের পরিচালক অশেষ কুমার উকিল, পরিচালক মোঃ আজাদ রহমান, আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দর ল্যাবের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবক,শিক্ষাসংগঠক মোঃ শাহেদ, শেভরন হাসপাতাল গেট ইনচার্জ নারায়ন দে বর্মন। আলোচনা সভায় আরো শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চিকিৎসা প্রবাহ সম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক, সাবেক সভাপতি হেকিম মোঃ সেলিম রেজা, মোঃ ইউসুফ, সহ-সভাপতি ডাঃ পি কে দাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ডাঃ রতন দাশ, সহ-সাধারণ সম্পাদক উত্তম কুমার মজুমদার, সিনিয়র কার্যকরী সদস্য এম এ মনসুর আলম, ডাঃ মেজবাহ উদ্দিন, রফিকুল ইসলাম, মোঃ মাহফুজ রহমান, সাবেক অর্থ সম্পাদক ডাঃ উদয়ন কান্তি মিত্র, মোঃ নেছার উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তৃণমূলের প্রাথমিক স্বাস্থ্যসেবায় অত্র অঞ্চলে প্রাচিকসের অবদান চির স্মরণীয়।
গণ মানুষের একটি মৌলিক অধিকার স্বাস্থ্য সেবায় দীর্ঘ বছর ধরে এই নন গ্রেজুয়েট-পেশাজীবী সংগঠন হিসেবে কাজ করে সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আসুন আমরা সবাই এই মহতী উদ্যোক্তাদের সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে সহায়তা করি। পরিশেষে ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা উৎসব, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায়ী প্রবীণ সদস্যদের গুণীজন সম্মাননা প্রদান করে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.