
আজ রাত ০৯নটায় কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে মোকাম বড় বাড়ি শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত দিয়ে শুরু করে উক্ত খেলা উদ্বোধন করা হয়। উক্ত খেলা উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপি নেতা ডা. টিপু সুতান, সাংবাদিক আবুল হোসেন সুমন, আব্দুল মালেক, বাবুল হোসেন, দুল্লাল, আমীর, ফারুক, নজরুল ইসলাম, আব্দুল আউয়াল, জীলানী, মোঃ আজাদ, স্বাধীন ভুঁইয়া, মামট ও মোঃ হাবীব প্রমুখ।

সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মোকাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নবী নেওয়াজ ও মাসুম, আরিফ, দেলোয়ার, আল-আমিন, অভি, ইমরান, আদিল আরিয়ান, ফয়সাল, আরমান, রাকিব, সাগর, আকিব, সাদেক, মাহমুদ, হাসান , তানভীর, সিয়াম, শামসুদ্দিন রুমি, সাজিদ, মিনহাজ, আবির, তালহা, জিহাদ, মেহেদী, আসিফ, সামি, সাব্বির, ইহান, রোহান, তাহসিন, সোহান, ফাহিম, রাজি।
উদ্বোধনীয় খেলায় প্রথম ম্যাচ খেলেন কুমিল্লা রংধনু একাদশ বনাম কুরপাই ভুঁইয়া বাড়ি লায়ন ক্লাব একাদশ।



