
অনলাইন ডেস্ক :- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু ভেন্যু বিতর্ক আর নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তায় ঘেরা।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করা শরিফুল ইসলাম ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সরাসরি এই ইস্যুতে কথা বলেন।
তিনি জানান, ক্রিকেটারদের প্রধান দায়িত্ব হলো মাঠে সেরাটা দেওয়া। শরিফুলের ভাষায়, ‘বিশ্বকাপে যাওয়া বা না যাওয়া সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত। আমাদের কাজ হলো মাঠে ভালো পারফরম্যান্স দেওয়া।’
বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের পারফরম্যান্সে শরিফুল ছিলেন অনন্য। চট্টগ্রাম রয়্যালসের হয়ে এই মৌসুমে তিনি বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি।
বিশেষ করে নোয়াখালীর বিপক্ষে তার মাত্র ৯ রানে ৫ উইকেট শিকার ছিল এই আসরের অন্যতম সেরা স্পেল। পুরো টুর্নামেন্টে তার ইকোনমি রেট (৫.৮৪) এবং বোলিং গড় (১০.০৭) আন্তর্জাতিক মানের বোলারদেরও ঈর্ষার কারণ হতে পারে।
টুর্নামেন্ট সেরা হয়েও পা মাটিতেই রাখছেন এই বাঁহাতি পেসার। নিজের সাফল্য নিয়ে তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল ফিটনেস ধরে রেখে প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে অবদান রাখা। বড় কোনো লক্ষ্য নয়, ছোট ছোট অবদানের মাধ্যমেই দলকে এগিয়ে নিতে চেয়েছি।’



