অনলাইন ডেস্ক :- গ্রুপপর্ব থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ। এই পর্বে আজিজুল হাকিম তামিমদের সামনে সুযোগ রয়েছে মাত্র দুটি ম্যাচ খেলার। সেমিফাইনালে উঠতে হলে দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই। তবে সেই কঠিন সমীকরণের প্রথম ম্যাচে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। বাঁচা-মরার এই লড়াইয়ে মাত্র ১৩৬ রানেই অলআউট হয়ে যায় জুনিয়র টাইগাররা।
বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আরবার সাজঘরে ফেরেন। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম মিলে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।
যদিও এই জুটি ভাঙার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আর কোনো উল্লেখযোগ্য জুটি গড়ে তুলতে না পারায় শেষ পর্যন্ত অল্প রানেই গুটিয়ে যায় দলটি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র