
অনলাইন ডেস্ক :- আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠে টাইগ্রেসরা। সেখানে প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের পথে বড় সুবিধা নেয় বাংলাদেশ।
এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে বাংলাদেশের বিশ্বকাপের টিকিট পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ২১ রানের জয় পায় ডাচ মেয়েরা।
গ্রুপ ‘এ’ থেকে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারিয়ে আসা বাংলাদেশ সুপার সিক্সে গ্রুপ পর্বের ৪ পয়েন্ট ক্যারি করে নেয়। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিগার সুলতানার দল। পাশাপাশি নেট রানরেটেও সেরা অবস্থানে বাংলাদেশ। সমান পয়েন্টে নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
বিশ্বকাপের বাকি দুটি টিকিটের দৌড়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের পয়েন্ট ৪ এবং আয়ারল্যান্ডের পয়েন্ট ২। অন্যদিকে এখনো কোনো পয়েন্ট না পাওয়ায় কার্যত বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড।



