শিরোনাম
সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত সংসদ নির্বাচন অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি দেবিদ্বারের এনসিপির পথসভা প্রস্তুতিতে হামলার অভিযোগ, আহত একাধিক গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া সৎ ও জনদরদী হওয়াটাই কি আজ সবচেয়ে বড় অপরাধ? তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের ‘মাফটা চান, বলেন ভুল করছি ১৯৭১ সালে—তারপর ভোটটা চান’

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়–ডিএমপি কমিশনার

Shariful Haque Pavel

তামিম খান ( স্পোর্টস রিপোর্টার ) : খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়, বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান

গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজকে অত্যন্ত মনোমুগ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করেছি। আমরা চাই এমন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতার আরো উন্নতি করতে। পুলিশকে নিত্যদিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকে এই খেলার মাধ্যমে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে ডিএমপির পুরুষ ফুটবল ও নারী ভলিবল দল।

ডিএমপি কমিশনার খেলাধুলার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ফোর্সের শারীরিক দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এ ধরনের আয়োজনে ফোর্সের মানসিক প্রফুল্লতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতেও খেলাধুলার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২টি কোম্পানীর মধ্যে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ। এই দলগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরুষ ফুটবলে ফাইনালে উঠে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস ও ৫ নং কোম্পানী। আর নারী ভলিবলে ফাইনালে উঠে হেডকোয়ার্টার্স কোম্পানী ও ২নং কোম্পানী।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পুরুষ ফুটবলে ১-০ গোলে ৫ নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস। অপরদিকে নারী ভলিবলে ২নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হেডকোয়ার্টার্স কোম্পানী।

ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে শুভেচ্ছা জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস্ মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি, পিপিএম; ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম, রাজারবাগে কর্মরত কর্মকর্তাগণসহ খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply