শিরোনাম
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালত”র অভিযানে নয় জুয়াড়ি গ্রেপ্তার  ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা হবে: ডা. রফিকুল ইসলাম নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন: পরিস্থিতি স্বাভাবিক চায় দুই দেশই ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ভারতের সঙ্গে তিক্ততা চায় না সরকার: অর্থ উপদেষ্টা আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা নিষিদ্ধ ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি নকিব তালুকদার গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার মালিকদের বিরুদ্ধে মোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে জাফরগঞ্জ ইউনিয়নের ডালকরপাড় এলাকার ‘সনি ব্রিক ফিল্ড’-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫(১) ধারায় অবৈধভাবে পরিচালনার দায়ে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রস্তুতকৃত কাঁচা ইট ও ভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।

অপরদিকে একই ইউনিয়নের কালিকাপুর এলাকার ‘এম এম ব্রিকস’-কে একই আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রস্ততকৃত পোড়া ইট, কাঁচা ইট ও চুল্লি ধ্বংস করা হয়।

উল্লেখ্য, উভয় ইটভাটারই কোনো পরিবেশ ছাড়পত্র পাওয়া যায়নি। জানা যায়, ভাটাগুলোর মালিক ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় নিয়ম বহির্ভূতভাবে ভাটা পরিচালনা করা হচ্ছিল।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোরশেদ, মেজর মো. সানিউল আজমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, দেবিদ্বার উপজেলায় মোট ২২টি ইটভাটার মধ্যে অধিকাংশই পরিবেশ ছাড়পত্রবিহীন ও অবৈধ। এসব ভাটা রাতের আঁধারে গোমতী নদীর চর থেকে মাটি কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply