সাভার প্রতিনিধি :- সাভারের আমিনবাজারে এক জুতা ব্যবসায়ীকে অত্যন্ত পৈশাচিক কায়দায় চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিহতের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন (৫০) ওই এলাকার মুখলেছুর রহমানের ছেলে। তিনি মূলত বিভিন্ন পাইকারি আড়ত থেকে জুতা কিনে এনে স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ ও বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘরে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে একা পেয়ে দুর্বৃত্তরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। বিকেলের দিকে ঘরের ভেতর তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, দেলোয়ারের দুই চোখ উপড়ে ও গোপনাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। তিনি ওই বাসায় একা বসবাস করতেন। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.