শিরোনাম
পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দোকান ঘর উচ্ছেদ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা স্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন দিলেন জয়যাত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক মীর্জা খবীরের পিতার আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন মাহফিল সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র পক্ষে আইনজীবীর আইনগত গণ-বিজ্ঞপ্তি রংপুর বিভাগে জাতীয় পার্টির ৩৩ টি আসন উদ্ধারের চেষ্টা ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

দোহারে র্‍্যাবের অভিযানে ৩৯ কেজি গাজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Chif Editor

দোহার (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দোহার উপজেলায় র‌্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১৫ জুন বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন বটিয়া গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,১০,০০০/- (এগার লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ৩৭ (সাঁয়ত্রিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সোহাগ মোল্লা (৩৫) বলে জানা যায়।
এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন দোহার নূরপুর খেলার মাঠ বটতলা সংলগ্ন এলাকায় আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মূল্যের ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বাচ্চু (৩৭) কে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে এডিশনাল এসপি সাইফুর রহমান জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। মাদকের বিরুদ্ধে আমাদেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply