শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত সংসদ নির্বাচন অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি দেবিদ্বারের এনসিপির পথসভা প্রস্তুতিতে হামলার অভিযোগ, আহত একাধিক গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া সৎ ও জনদরদী হওয়াটাই কি আজ সবচেয়ে বড় অপরাধ? তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের

কোস্টাল -শিপ ওয়ার্স এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন দোহারের ইঃ মেহবুব কবির

Chif Editor

দোহার প্রতিনিধি :

দোহারের একাধিক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মেহবুব কবির কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ পর্যন্ত এ কমিটির মেয়াদ বলে জানা যায়। কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা হলেন- ভাইস চেয়ারম্যান কাজী মো. শফিকুল ইসলাম, অমল চন্দ্র দাস, এমএ বকর। অন্য সদস্যরা হলেন- শেখ মাহফুজ হামিদ, নাজমুল হোসাইন হামদু, মো. খোরশিদ আলম, আবু বকর সিদ্দিক, মো, ইউনুস মিয়া, অরুণ চন্দ্র দাস, মো. সোহাগ, সামসুল আরেফিন খালেদ, এনএ খালেদ। এ বিষয়ে ইঞ্জিনিয়ার মেহবুব কবির কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশের সব জাহাজ মালিকদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে বলেন, দেশের জাহাজ মালিকদের কল্যাণে কাজ করতে আমাদের সংগঠন দীর্ঘদিন যাবত কাজ করছে সারা দেশে। এছাড়া জাহাজ শ্রমিকদের উন্নয়ন ও তাদের কল্যাণে আমরা বিভিন্ন কর্মকাণ্ডও পরিচালিত করে থাকি। এ সময় মেহবুব কবির আরও বলেন, আমি দোহার উপজেলার সন্তান হিসেবে বিগত দিনে আমি দোহারবাসীর পাশে থেকে বিভিন্ন সামাজিক  কল্যাণমূলক কাজে অবদান রেখেছি। আগামী দিনেও দোহার-নবাবগঞ্জবাসীর যে কোনো কাজে পাশে থাকব ইনশাআল্লাহ।

Leave a Reply