শিরোনাম
ওয়ারিশ সার্টিফিকেট জালিয়াতির মামলায় শওকত মুন্সিকে কারাগারে প্রেরণ ময়মনসিংহে বিএনপি’র নির্বাচনি জনসমুদ্রে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরলেন: তারেক রহমান রংপুর-১ আসন নির্বাচন থেকে বাদ পড়লেন জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ”কে ভুয়া ওয়ারেন্টের নোটিশ পাঠিয়ে হয়রানী অভিযোগ সন্ত্রাসী স্যার গ্রুপ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, শেষ ১৭ মাসে অন্য দলের ফ্যাসিবাদও দেখছি: আসিফ মাহমুদ প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরাক হোসেন ডাকসু নিয়ে বেফাঁস মন্তব্য, পদ হারালেন সেই জামায়াত নেতা ঐক্য ও সাম্যের আসন হিসেবে ঢাকা ৯-কে গড়ে তুলতে চান জাবেদ রাসিন খুলনা পৌঁছেছেন জামায়াত আমির নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টে দুই দিনের সাধারণ ছুটি

দাউদকান্দিতে মাইক্রোবাস চাপায় পথচারী নিহত’

S M Rashed Hassan

 

নিজস্ব প্রতিবেদক:

হানিফ মিয়া(৫৫) নামের এক পথচারী মাইক্রোবাস চাপায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার(২৪ এপ্রিল) সকাল ১০ টায় মোহাম্মদপুর নতুন বাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস এই পথচারীকে চাপা দিলে এতে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে গাড়ির চালক পালিয়ে গেলেও তবে এলাকাবাসি মাইক্রোবাসটি জব্দ করে।

নিহত হানিফ মিয়া উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের দৌলত মিয়ার পুত্র। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান, ‘ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়া চলমান।”

Leave a Reply