শিরোনাম
খালেদা জিয়ার জানাযায় না গিয়ে নির্বাচনী গণসংযোগে জামাত প্রার্থী, সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে বাকযুদ্ধ ঠাকুরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থ্রী হুইলার মালিক শ্রমিকদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, যুবক গ্রেফতার কারওয়ান বাজার-বিজয় সরণি-আগারগাঁও ছাড়িয়ে যায় জানাজার পরিধি খালেদা জিয়ার জানাজায় জায়গা না পেয়ে মেট্রোরেল স্টেশন- বাড়ির ছাদেও অংশ নেন মানুষ হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে যা জানা গেল হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের সব পথ মিশেছিল মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়া: জাতির ইতিহাসে ত্যাগ, সংগ্রাম ও অবদানের এক অধ্যায় এক অধ্যায়ের সমাপ্তি, এক দায়ের সূচনা

৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, পুরোনো কমিটির বিলুপ্ত ঘোষণা

S M Rashed Hassan

 

দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পোল্যান্ড শাখার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের কৃতি সন্তান, পোল্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাওসারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এর আগে গত ৯ জুন রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে শরীফ আব্দুল্লাহকে (ঢাকা) আহ্বায়ক, মোহাম্মদ আলমগীর হোসাইনকে (কুমিল্লা) সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কামরুল হাসান বিপ্লবকে (নেত্রকোনা) সদস্য সচিব করা হয়েছে।

নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন বকতিয়ার উদ্দিন (খুলনা), সারোয়ার হোসেন (টাঙ্গাইল), আব্দুল্লাহ আল নোমান (নোয়াখালী), রবিউল আলম আরশ (নারায়ণগঞ্জ), নুর হোসাইন (নোয়াখালী), সারোয়ার আহমেদ (ঢাকা), এম এ কাওসার (কুমিল্লা) ও ইস্পার রাশিদ মন্ময় (ঢাকা)।

এছাড়া যুগ্ম-সদস্য সচিব হয়েছেন আল আমিন (ময়মনসিংহ) ও তানভীর আহমেদ খান তন্ময় (কুষ্টিয়া)।

এদিকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মুশফিকুর রহমান (ফরিদপুর), শেখ মাজহারুল ইসলাম (ময়মনসিংহ), আল আমিন সরকার (নেত্রকোনা), জাকিরুল ইসলাম (কুমিল্লা), ঈদুল আযম আখঞ্জি অভি (সিলেট), জুবায়ের আব্দুল বারী (বরিশাল), আমিনুল ইসলাম (কুমিল্লা), শাহিন আলম (নোয়াখালী), সাব্বির মোজাম্মেল হোসেন (ফরিদপুর), আরিফুল ইসলাম (চট্টগ্রাম), সিদ্দিক আহমেদ কামাল (কিশোরগঞ্জ), ফজলুল হক (নোয়াখালী), আরিফুর রহমান (নোয়াখালী), ইকবাল হোসাইন (নোয়াখালী), রিফাদুল ইসলাম ইমন (ময়মনসিংহ), ইয়াকুব নবী মামুন (কুমিল্লা), হাবিবুর রহমান মৃধা (ময়মনসিংহ), লোকমান আহমেদ (সিলেট), রাকিব হাসান (যশোর) ও জিয়াউর রহমান (বগুড়া)।

এর আগে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply