শিরোনাম
যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ের সেই ধর্ষক আওয়ামী চেয়ারম্যান অখিল চন্দ্রকে পুনর্বহালের জন্য পাঁচ লাখের খেলা তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন তেকসাস’র নবীন সদস্যদের ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত

৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, পুরোনো কমিটির বিলুপ্ত ঘোষণা

S M Rashed Hassan

 

দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পোল্যান্ড শাখার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের কৃতি সন্তান, পোল্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাওসারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এর আগে গত ৯ জুন রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে শরীফ আব্দুল্লাহকে (ঢাকা) আহ্বায়ক, মোহাম্মদ আলমগীর হোসাইনকে (কুমিল্লা) সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কামরুল হাসান বিপ্লবকে (নেত্রকোনা) সদস্য সচিব করা হয়েছে।

নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন বকতিয়ার উদ্দিন (খুলনা), সারোয়ার হোসেন (টাঙ্গাইল), আব্দুল্লাহ আল নোমান (নোয়াখালী), রবিউল আলম আরশ (নারায়ণগঞ্জ), নুর হোসাইন (নোয়াখালী), সারোয়ার আহমেদ (ঢাকা), এম এ কাওসার (কুমিল্লা) ও ইস্পার রাশিদ মন্ময় (ঢাকা)।

এছাড়া যুগ্ম-সদস্য সচিব হয়েছেন আল আমিন (ময়মনসিংহ) ও তানভীর আহমেদ খান তন্ময় (কুষ্টিয়া)।

এদিকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মুশফিকুর রহমান (ফরিদপুর), শেখ মাজহারুল ইসলাম (ময়মনসিংহ), আল আমিন সরকার (নেত্রকোনা), জাকিরুল ইসলাম (কুমিল্লা), ঈদুল আযম আখঞ্জি অভি (সিলেট), জুবায়ের আব্দুল বারী (বরিশাল), আমিনুল ইসলাম (কুমিল্লা), শাহিন আলম (নোয়াখালী), সাব্বির মোজাম্মেল হোসেন (ফরিদপুর), আরিফুল ইসলাম (চট্টগ্রাম), সিদ্দিক আহমেদ কামাল (কিশোরগঞ্জ), ফজলুল হক (নোয়াখালী), আরিফুর রহমান (নোয়াখালী), ইকবাল হোসাইন (নোয়াখালী), রিফাদুল ইসলাম ইমন (ময়মনসিংহ), ইয়াকুব নবী মামুন (কুমিল্লা), হাবিবুর রহমান মৃধা (ময়মনসিংহ), লোকমান আহমেদ (সিলেট), রাকিব হাসান (যশোর) ও জিয়াউর রহমান (বগুড়া)।

এর আগে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply