শিরোনাম
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন : উদবাতুল বারী আবু সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ শুরু ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় রনি নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি হাদির ওপর হামলা: সাদিক কায়েমের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নির্বাচনকে সামনে রেখে দেশে অনুকূল পরিবেশ বিরাজ করছে: অর্থ উপদেষ্টা

ক্যাম্পাসের সামনে ফুটপাত দখলে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

Chif Editor

আতিকুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি:- মঙ্গলবার ৭ই অক্টোবর ২০২৫; রাজধানীর তেজগাঁও কলেজের সামনের ফুটপাত দখল করে বিভিন্ন দোকান, অস্থায়ী স্টল ও অবৈধ পার্কিংয়ে। ফলে কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিদিনই পড়ছেন চরম ভোগান্তিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ গেটের সামনের ফুটপাতজুড়ে বসেছে চা-সিগারেটের দোকান, ফলের স্টল ও নানা রকমের খাবারের ঠেলাগাড়ি। কোথাও আবার মোটরসাইকেল ও রিকশা পার্কিং করে রাখা হয় দিনের পর দিন। এর ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে রাস্তায় দিয়ে হাঁটছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব রায়হান বলেন, প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় ক্যাম্পাসের সামনের রাস্তা ব্যবহার করতে হয় কিন্তু কিছু দুষ্টু চক্র ক্যাম্পাসের সামনের অংশসহ আশেপাশের অংশ দখল করে অবৈধ দোকান গড়ে ওঠেছে।যার কারনে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক সময় দূর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে।

এ বিষয়ে স্থানীয় দোকানদারদের কেউ কেউ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন এবং কর্তৃপক্ষ কিছু বলে না।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান চালাই। তবে কিছু সময় পর আবারও দখল হয়ে যায়। স্থায়ী সমাধানের জন্য সিটি করপোরেশনকেও উদ্যোগ নিতে হবে।

পথচারী ও শিক্ষার্থীরা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply