সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি:- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দারপাড় এলাকা কেঁপে উঠেছে এক মর্মান্তিক ঘটনার খবরে। পরকীয়ার জটিল সম্পর্কের জালে জড়িয়ে নিজের মায়ের হাতেই অকালে প্রাণ হারিয়েছে মাত্র ২১ বছরের তরুণ কামরুল হাসান কাউসার।
নিহতের নানী নিজ মেয়ের (কাউসারের মা) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শোকে কাতর হয়ে তিনি বলেন, আমার নাতিকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি চাই তার হত্যাকারী আমার মেয়েরও যেন এমন পরিণতি হয়।
গত ৬ অক্টোবর সকালে স্থানীয় পণ্ডিত বাড়ি থেকে পুলিশ কাউসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, সকাল বেলা ঘর থেকে কান্নার শব্দ শুনে তারা দৌড়ে এসে দেখেন, বিছানায় লুটিয়ে আছে তরুণ কাউসারের নিথর দেহ। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রক্তে ভেসে গেছে পুরো ঘর।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং কাউসারের মাকে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। নিহত কাউসার স্থানীয় দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার একমাত্র পুত্র।
ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে নানা কানাঘুষা। গ্রামের মানুষ বলছেন একজন মা কীভাবে নিজের পরকীয়া প্রেম আড়াল করতে নিজের ছেলেকে হত্যা করতে পারে? এ যেন মানবতারও লজ্জা!
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় মা ও তার প্রেমিক মিলে কাউসারকে হত্যা করেছে বলে ধারণা করছি। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.