শিরোনাম
মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সুজনকে আটক করেছে পুলিশ দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন: অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর আলমের ব্যালট নম্বর ৪ মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা” উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ধর্ষণের আলামত নষ্ট, ধুনট থানার সাবেক ওসির বিরুদ্ধে পরোয়ানা

Juyel Khandokar

ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগে বগুড়ার ধুনট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এই আদেশ দেন। ওসি কৃপা সিন্দু বালা বর্তমানে গাজীপুর শিল্প পুলিশে কর্মরত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি (পিপি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধুনট উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনার আলামত নষ্ট করার অভিযোগে আদালত তাঁর বিরুদ্ধে এই আদেশ জারি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা-মা দুজনই কলেজের প্রভাষক। তাঁদের অনুপস্থিতির সুযোগে নিজ বাড়িতে একাধিকবার ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলা নথিভুক্ত (রেকর্ডকারী) কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা ছিলেন ধুনট থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা। মামলার আলামত হিসেবে ধর্ষকের ধারণ করা ভিডিও ফুটেজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে গায়েব করে চার্জশিট দাখিল করেন তিনি।

পরে বাদী আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটি পুনরায় তদন্ত করার জন্য বগুড়া পিবিআইকে দেন। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন তদন্ত শেষে ৭ অক্টোবর ধর্ষণের আলামত ধ্বংস করার অভিযোগে ওসি কৃপা সিন্ধু বালাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) আদালতে চার্জশিট গৃহীত হয় এবং কৃপা সিন্দু বালার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তথ্যমতে, ২০২২ সালের ২ আগস্ট ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বগুড়ার পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তদন্ত চলাকালে তদন্তকারী কর্মকর্তা আসামি মুরাদুজ্জামান মুকুলকে গ্রেপ্তার করেন এবং তাঁর কাছ থেকে ধর্ষণের ভিডিও ও মোবাইল ফোন জব্দ করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৪ মে তাঁকে ডেকে ধর্ষণের ভিডিওগুলো দেখান এবং জানান, উদ্ধার হওয়া ভিডিওগুলো সিডি করে উদ্ধার করা ফোনের সঙ্গে পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে।

কিন্তু তদন্তকারী কর্মকর্তা জব্দ তালিকায় এবং আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো তালিকায় উদ্ধার হওয়া ভিডিওর সিডি পাঠানোর বিষয় উল্লেখ না করে শুধু উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোন পাঠিয়েছেন।

বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, পরে তিনি জানতে পেরেছেন, তদন্তকারী কর্মকর্তা ফোন দুটি পাঠিয়ে সব তথ্য ধ্বংস করেছেন। ফলে উক্ত ফোন দুটি থেকে কোনো ভিডিও পাওয়া যাবে না বলে তাঁরা মনে করছেন। তদন্তকারী কর্মকর্তা টাকার বিনিময়ে আসামিকে রেহাই দেওয়ার জন্য ভিডিওর কথা উল্লেখ না করে দায়সারাভাবে চার্জশিট দাখিলের চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

Leave a Reply