সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি:-ফটিকছড়ি উপজেলা প্রশাসন ৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অবৈধ বালুমহলে অভিযান পরিচালনা করেছে।
ভুজপুর ইউনিয়নের সিংহরিয়া ও নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম।
অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। এ সময় স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.