
নিজস্ব প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে গণতন্ত্র মঞ্চের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে যুবনেতা এস এম সামছুল আলম নিক্সনকে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
নিক্সন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি জাতীয় যুব পরিষদ এর নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এবং মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ এর প্রধান উপদেষ্টা।
৩৭ বছর ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে ঢাকার রাজপথে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়েছেন এবং বারবার নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে তার ও দলের অবদান ছিল ঐতিহাসিক।
নিক্সন নির্বাচিত হলে উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠন করে বরিশালের বেকার সমস্যা দূর করার পরিকল্পনা করেছেন। এছাড়াও তিনি প্রাদেশিক সরকার, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও জাতীয় অর্থনৈতিক কাউন্সিল গঠনের মাধ্যমে স্বাধীন দেশের উপযোগী বাংলাদেশ গঠনের সংগ্রাম চালিয়ে যাবেন।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর নেতৃত্বে অঞ্চলটি হবে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, খুন, ধর্ষণ, নির্যাতন, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক এলাকা।



