শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

রাষ্ট্রবিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা খোন্দকার গোলাম মোর্ত্তজার ৭২তম জন্মজয়ন্তী আজ।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশের  রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, রাষ্ট্রবিজ্ঞানী, বীর মুক্তিযোদ্ধা ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা আজ ৭২ বছরে পদার্পণ করেছেন।

১৯৫৩ সালের ১০ অক্টোবর পাবনার সুজানগর থানার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা প্রয়াত খোন্দকার মুর্শিদুল হোসেন ও মাতা প্রয়াত সালেহা মুর্শিদ ছিলেন সমাজসেবী, শিক্ষানুরাগী ও মানবিকতার প্রতীক।

কৈশোরে স্বাধীনতার স্বপ্ন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সাহসী অংশগ্রহণ

কৈশোর থেকেই তিনি স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত হয়ে পড়েন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তরুণ বয়সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মাতৃভূমির মুক্তির জন্য জীবন বাজি রাখেন। যুদ্ধোত্তর সময়ে রাষ্ট্রগঠন, সমাজসেবা ও রাজনৈতিক আদর্শকে তিনি জীবনের অঙ্গীকার হিসেবে গ্রহণ করেন।

শিক্ষাজীবন ও রাজনৈতিক সূচনা…

স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সমাজতন্ত্র, মানবিকতা ও গণতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হন।

সত্তরের দশকের গোড়ার দিকে সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি জাসদ সমর্থিত ছাত্রলীগে নাম লেখান। ১৯৭৩ সালে হাজী মহসিন হল শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আন্দোলন ও সংগ্রামে পাঁচবার কারাবরণ করেও তিনি নৈতিক দৃঢ়তা ও আদর্শের প্রতি অটল থাকেন।

এনডিপির প্রতিষ্ঠা ও নেতৃত্ব..

১৯৮৯ সালে বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক আনোয়ার জাহিদ ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।

১৯৯০ সালে আনোয়ার জাহিদ পদত্যাগ করলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং পরবর্তীতে দলীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালে পাবনা–২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি তৃণমূল রাজনীতির দৃঢ় ভিত্তি স্থাপন করেন।

এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন..খোন্দকার গোলাম মোর্ত্তজা শুধু এনডিপির নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক জীবন্ত ইতিহাস। তাঁর চিন্তা, প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রেরণা।”

 

আদর্শ ও নৈতিকতার প্রতীক

খোন্দকার গোলাম মোর্ত্তজা সবসময় বলেছেন..রাজনীতি অর্থের নয়, আদর্শ ও মানুষের বিশ্বাসের লড়াই। রাজনীতি হতে হবে সেবার, ত্যাগের এবং মূল্যবোধের।”

১/১১ সামরিক শাসনের আমলেও অন্যায়ভাবে কারাবন্দী হয়েছিলেন, তবে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তাঁর অবস্থান অটুট ছিল। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি তাঁর অবিচল বিশ্বাস রাজনীতিতে সততা, অধ্যবসায় ও আদর্শের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নতুন প্রজন্মের জন্য প্রেরণা

রাষ্ট্রবিজ্ঞানী, মুক্তিযোদ্ধা ও আদর্শিক রাজনীতিক খোন্দকার গোলাম মোর্ত্তজা আজও বাংলাদেশের রাজনীতি ও চিন্তার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে সাহস, সততা ও প্রজ্ঞার অনন্ত প্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply