কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে নৌবাহিনী। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। শনিবার (১১ অক্টোবর) দুপুরে নৌবাহিনী কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
এই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মৌলভীপাড়া এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র রয়েছে : একটি ৭ দশমিক ৬২ মি.মি. বিদেশি পিস্তল; একটি তাজা পিস্তলের গুলি; একটি দেশীয় শটগান; ৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ; ৯টি দেশীয় তৈরি অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.