শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

“অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে ” পটিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেডের ফ্রি চিকিৎসা সেবা ঔষধ পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Juyel Khandokar

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি:- ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল ১০ অক্টোবর শুক্রবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত পটিয়ার কুসুমপুরাস্থ মক্কা ম্যানশন প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে এবং অত্র এলাকার স্বনামধন্য লায়ন হাজী মোঃ নুরুল আলমের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে চশমা বিতরণ, রক্ত চাপ পরীক্ষা, ডায়বেটিস পরীক্ষা এবং ডায়াবেটিস সচেতনতা, ডেঙ্গু এবং চিকনগুনিয়া সচেতনতা, শিশু ক্যান্সার বিষয়ক সচেতনতা, এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ, কুসুমপুরা হাই স্কুলের এসএসসি ২০২৫ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বৃত্তি প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি ৪ এর জেলা নগভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজারস লায়ন মনোয়ারা বেগম, লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, জি এস টি লিডার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, আর সি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, জেড সি কনসার্নস লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন চৌধুরী।

এছাড়া ক্লাব লিডার্সদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ইন্জিনিয়ার মোঃ মনির হোসেন পাটোয়ারি, লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন হাজী মোঃ নুরুল আলাম, লায়ন সাজ্জাদ হোসেন টিপু, লায়ন ইসমত আরা ইসলাম, লায়ন মোঃ আব্দুল্লাহ আল মামুন, লায়ন আহমদ নূর, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন ইঞ্জিনিয়ার নুরুল আবসার আজাদ, লায়ন মাহবুবুর রহমান পাভেল, লায়ন ফরহাদ মোস্তফা, লায়ন ডাঃ নিজামউদ্দিন, লায়ন খালেদ রিসাদ, লায়ন এনায়েত হোসেন, লায়ন সেকান্দর সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, এই আয়োজনে লায়ন সাজ্জাদ হোসেন টিপুর সঞ্চালনায় ডেঙ্গু ও চিকুন গুনিয়া সচেতনতা, শিশু ক্যানসার সচেতনতা, প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন ও পরিবেশ সচেতনতার উপর সেমিনার পরিচালনা করেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী।

এছাড়াও ডায়বেটিস সচেতনতা ও চোখের বিশেষ যত্নের উপর সেমিনার পরিচালনা করেন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী।

এই সার্বিক আয়োজনে সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের লিও বৃন্দ।

উল্লেখ্য যে এই বহুমুখী সেবা প্রদান কার্যক্রমে প্রায় ৬৮০ এর অধিক স্থানীয় লোকজনদের বিভিন্ন সেবা গ্রহণ করেন।

Leave a Reply