শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

কচুয়ায় পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসী হামলা, ৫ সংবাদ কর্মী আহত

Juyel Khandokar

বাগেরহাটের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) আনুমানিক ১.১৫ মিনিটের সময় একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ১ শিক্ষককে মারধরের ঘটনার খবর পেয়ে সাংবাদিকদের ৫ সদস্যের একটি টিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ তথ্য সংগ্রহের জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা ও মারধর করে। এ সময় তাদের সাথে থাকা ক্যামেরা মোবাইল ফোন ভাঙচুর চালায়। এতে তাদের ২ লক্ষ ৩০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় একাধিকবার সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে হাসপাতালে এর কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলার শিকার সাংবাদিকরা হলেন – দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস এর সাংবাদিক রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির ক্যামেরাম্যান এস এম হুমায়ুন(২৫),দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ(৪৪), জে টিভির মুন্না শেখ(২৫),দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন(৩৭)।
এ ঘটনায় ভুক্তভোগী রাকিবুল হাসান সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২/১৩ জনের নাম উল্লেখপূর্বক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।

এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সামীম মোহাম্মদ বলেন, আমি শুনেছি আজ ৫ জন সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গেলে হামলা শিকার হয়। ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply