শিরোনাম
প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী সিরাজদিখানে পরকীয়ার জেরে কি আত্মহত্যা করলো শিউলি

দেবিদ্বারে মসজিদের সিঁড়ির চালা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Juyel Khandokar

দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লার দেবিদ্বারে মসজিদের মিনারের সিঁড়ির চালার সাথে গলায় ফাঁস দিয়ে বশির(৩০) নামে এক প্রবাসী যুবক আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে।

রোববার (১২ অক্টোবর) বেলা সোয়া ২টায় নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ মসজিদের মাইক ঠিক করতে সিড়ি বেয়ে উপরে উঠার সময় চালার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।
নিহত যুবক বশির(৩০) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের (মধ্যপাড়ার) মৃতঃ রানার আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, বশির ওমান প্রবাসী, প্রায় ৩ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। পরিবারে তার অসুস্থ মা’ রোকেয়া বেগম(৭০), স্ত্রী মিতু বেগম(২০), এবং আড়াই বছরের একটি পুত্র সন্তান ওবায়দুল্লাহ রয়েছে।

ওয়াহেদপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আলী জগর জানান, দুপুর অনুমান ১২টার সময় বশিরকে মসজিদের সামনে ঘুরাঘুরি করতে দেখেন।


নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ জানান, দুপুর সোয়া ১২টায় জোহরের নামাজ পড়তে মসজিদের তালা খুলেন, আজান এবং নামাজ শেষে মাইকের সমস্যা দেখার জন্য উপরে উঠার পর সিড়িকোটার চালার সাথে ঝুলন্ত ওই প্রবাসীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
সংবাদ পেয়ে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. মাঈনুদ্দীন’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে দেবিদ্বার – বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ‘ফেস দ্যা পিপল’কে জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply