সিনিয়র রিপোর্টার বিশাল রহমান:- ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) এর সংবাদ সম্মেলনে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি ও শিক্ষকদের নায্য দাবি মেনে নেওয়ার আহবানে দেশব্যাপী সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে কর্মবিরতি ঘোষণা।
আজ সোমবার ১৩ অক্টোবর দুপুরে বাশিস জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব রেজাউল করিম লিটন।এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা রমজান আলী,এম এ মুবিন রতন,নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলামসহ জেলা ও উপজেলা বাশিস নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম লিটন বলেন গতকাল ঢাকায় পুলিশ যা করেছে তা নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি ও শিক্ষকদের নায্য দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাশিস আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.