কুমিল্লা জেলা প্রতিনিধি :- আজ দুপুরে কুমিল্লা শহরের যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কোতোয়ালি থানা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর দিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনর্চাজ মহিনুল ইসলাম-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লার এসপি নাজির আহম্মেদ খাঁন বলেন, কুমিল্লা শহরকে যানজট মুক্ত করে জনজীবনকে স্বাভাবিক করতে ফুটপাত উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।