শিরোনাম
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা: থানায় অভিযোগ কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা লন্ডনে ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না- ঠাকুরগাঁওয়ে ডাকসু’র ভিপি- সাদিক কায়েম ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন: সালাহউদ্দিন আহমদ নির্বাচিত সরকার না থাকায় দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে: আমীর খসরু সামনের নির্বাচন দেশের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

তেজগাঁও কলেজে ফুটপাত দখলমুক্ত অভিযানের তিনদিন পরই ফের দখল, শিক্ষার্থীদের ক্ষোভ

Chif Editor

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধি :- রাজধানীর তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে ফুটপাত দখলমুক্ত রাখতে কলেজ ছাত্রদলের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযান স্থায়ী সমাধান আনতে পারেনি। মাত্র তিনদিনের মাথায় একই স্থানে আবারও অবৈধ দোকানপাট বসে গেছে।

গত সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে কলেজের সামনে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছিলেন।

তবে আজ (১৬ অক্টোবর, বুধবার) দুপুরে দেখা গেছে, একই জায়গায় ফের অবৈধ দোকানপাট বসে গেছে এবং আগের মতোই ফুটপাত দখল করে চলছে ব্যবসা।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, উচ্ছেদ অভিযান ছিল সাময়িক এবং মূল সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এক শিক্ষার্থী বলেন— “প্রতিদিন কলেজে ঢোকা-বেড় হওয়া খুব কষ্টকর। দোকান, রিকশা আর ক্রেতাদের ভিড়ে হাঁটার জায়গা পাওয়া যায় না। প্রশাসন যদি নিয়মিত নজরদারি না করে, তাহলে ফুটপাত দখল আবারও বাড়বে।”

অন্য এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অবৈধ স্থাপন আগের মতোই আছে। কোন পরিবর্তন হয়নি। শুধুমাত্র লোক দেখানো এবং মিডিয়া ফেমের জন্য একদিন উঠিয়ে দেখানো হয়েছিল। এর কোনো স্থায়ী সমাধান হয়নি, হয়তো হবেও না।”

স্থানীয়দের অনেকে মনে করেন, কলেজ প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। যদিও কলেজ প্রশাসন এক্ষেত্রে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করে নি।

উল্লেখ্য, তেজগাঁও কলেজের প্রফেশনাল ভবনের সামনের ফুটপাতজুড়ে দীর্ঘদিন ধরে দোকানপাট স্থাপন করা থাকায় শিক্ষার্থীরা পড়াশোনার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ তুলেছিলেন। শিক্ষার্থীদের দাবি এবং সংবাদ প্রকাশের পরই ছাত্রদল ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল।

Leave a Reply