শিরোনাম
ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান এইচএসসি ফল প্রকাশ: তেজগাঁও কলেজে পাশের হার ৬৮.৫০ শতাংশ

উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন

Juyel Khandokar

আজ ১৭ অক্টোবর ২৫ ইং জুমাবার বিকাল ৩ টায় উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ’র উদ্যোগে সংগঠনের আহ্বায়ক এড. আবছার উদ্দিন হেলাল’র সভাপতিত্বে ও মুহাম্মদ মীর আকবরের সঞ্চালনায় ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন নারায়ণহাট চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন করা বহু আগের এতদাঅঞ্চলের মানুষের দাবি ছিল। দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি কে বিভাজিত করে আলাদা উপজেলা করণ সময়ের দাবি। ইতোমধ্যে সরকার উত্তর পশ্চিমাঞ্চলের কিছু ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা নামে আলাদা উপজেলা প্রতিষ্ঠার করার সিদ্ধান্ত নিয়েছেন। ইহা অত্যন্ত আনন্দের, যৌক্তিক স্থানের সদর দপ্তর করণের দাবিতে আজ আমরা সর্বসাধারণের সম্পৃক্ততায় মানববন্ধন করছি। আমাদের দাবি যৌক্তিক স্থানে স্থান হিসাবে নারায়ণহাটের আশেপাশেই করা যেতে পারে উপজেলা সদর দপ্তর। আজ উত্তর ফটিকছড়ি সর্বসাধারণের উপস্থিতিতে এটাই প্রমাণ করে।

এতে বক্তব্য রাখেন এতে বক্তব্য রাখেন, বিজিএমইর পরিচালক রকিবুল আলম চৌধুরী, নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম এ ছত্তার, নারায়নহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আ.ও.ম ফারুখ হোসাইন, নারায়নহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী,নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার অলি আহমদ,নারায়নহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হারুন রশিদ, ব্যাংকার আবুল মনছুর,ব্যবসায়ী ইউসুফ মোহাম্মদ,রাজনীতিবিদ নজরুল ইসলাম, রাজনিতিবিদ কামাল উদ্দিন শিকদার,চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরওয়ার,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমন্বয়ক মাস্টার রতন, রাজনীতিবিদ মাওঃ মহররম আলী রাজনিতিবিদ ওসমান গণি হোসাইনি, রাজনিতিবিদ আব্দুল মাবুদ হোসাইনী, সমাজ সেবক সৈয়দুল হক সৈয়দ, নারায়নহাট ইউপি সদস্য শওকত উসমান, ইউপি সদস্য আলতাফ উদ্দিন, ইউপি সদস্য নাসির উদ্দিন বাবু, ইউপি সদস্য তারেক বিন সালাম, ইউপি সদস্য মো জামাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম বাবুল,সাবেক ছাত্রনেতা রোকন উদ্দিন শিকদার, সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল হাসনাত, ছাত্রনেতা রবিউল হোসাইন তানজিম, ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী সাজ্জাদ, মুহাম্মদ রাইহান, মো: জামাল উদ্দীন প্রমূখ

Leave a Reply