শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন

Juyel Khandokar

দিপংকর রায়, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের বিরলে প্রতিবন্ধীদের চিকিৎসায় ঐতিহ্যবাহী বেসরকারী সংস্থা দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প আয়োজন।

আজ ১৮ অক্টোবর (শনিবার) লিলিয়ান ফন্ডসের অর্থ সহায়তায় সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের আওতায় ও দীপশিখার বাস্তবায়নে। কয়েক সপ্তাহ ব্যাপি ১৪টি ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রায় ৬ শতাধিক প্রতিবন্ধী শিশু ও যুবক যুবতীদের এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প শুরু হয়। চলমান এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আওয়াতায় থাকছে। বিনামূল্যে চিকিৎসা, ফিজিওথেরাপি সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ও ফিজিওথেরাপিষ্ট মো নাসিম হোসেন এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প গুলো পরিচালনা করছেন।
প্রকল্পটির সিবিআর অফিসার শিমু খাতুন জানান গ্রামীন জন গোষ্ঠীর মানুষ গুলোর প্রতিবন্ধীতার ধরণ সঠিকভাবে চিহ্নিত করতে না পারায়। চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও ফলপ্রসূ হয় না। অনেক ক্ষেত্রে অভিভাবকদের অজ্ঞতার কারণে শিশুরা যথাসময়ে সঠিক চিকিৎসা পায় না। তাই প্রাথমিক পর্যায় থেকেই অভিভাবকদের সচেতন করতে প্রকল্পটির মাধ্যমে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা করা হচ্ছে। চলমান এই পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পে সার্বিক তত্বাবধান করছেন প্রকল্পটির ফোকাল পার্সন ও দীপশিখার আঞ্চলিক ব্যবস্থাপক ধনঞ্জয় দেব নাথ, কো অরডিনেটর সহ সিবিআর অফিসার শিমু খাতুন,মো ওয়াসিম আলী সংশ্লিষ্ট অনেকে।

Leave a Reply