রংপুর প্রতিনিধি :- দীর্ঘ দুই যুগের সফল পথচলা পেরিয়ে ২৩তম বছরে পদার্পণ করলো জাতীয় দৈনিক ‘ঢাকা পত্রিকা’। এ উপলক্ষে রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দাবানল এর সম্পাদক খন্দকার মোস্তফা সরয়ার অনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সংবাদপত্র দৈনিক প্রকাশ করা যেমন শ্রমসাধ্য, তেমনি অনেক ধৈর্য, মেধা ও অর্থনৈতিক বিনিয়োগের ব্যাপার। অথচ এই খাতে সরকারের সহায়তা প্রায় নেই বললেই চলে। ফলে অনেক সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম আর্থিক সংকটে পড়ে অপরাধের দিকে ঝুঁকে পড়েন। যদি সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা থাকত, তবে এই শিল্পে শৃঙ্খলা ও পেশাদারিত্ব অনেক বাড়তো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাঈদ আজিজ চৌধুরী। ওই যে অনুষ্ঠান সঞ্চালনাও করেন অত্র পত্রিকার ব্যুরো প্রধান মাটি মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
রংপুর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব রংপুর এর সদস্য এস এম জাকির হোসাইন,দৈনিক দাবানল এর চিফ রিপোর্টার আহসান হাবিব মিলন, দৈনিক রূপালী দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার , বৈষম বিরোধী সাংবাদিক আন্দোলনের সহ-সমন্বয়ক ও প্রেসক্লাব রংপুর এর সদস্য শিল্পী আক্তার, প্রস্তাবিত রংপুর সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পরাগ, দৈনিক স্বাধীন ভাষা পত্রিকার জেলা প্রতিনিধি রোস্তম আলী সরকার দৈনিক প্রতিদিনের কাগজ এর রংপুর ব্যুরো প্রধান বেলায়েত হোসেন বাবু, দৈনিক অগ্রসর রংপুর প্রতিনিধি মেহবুব পারভেজ সুমন, দৈনিক আজকের প্রত্যাশা রংপুর প্রতিনিধি সানোয়ারুল ইসলাম,দৈনিক দাবানল পত্রিকার স্টাফ রিপোর্টের তানভির সোহেল,দৈনিক আমাদের মাতৃভূমি সিটি রিপোর্টার সেলিম,শীর্ষ নিউজ এর প্রকাশক মিজানুর রহমান,দৈনিক বর্তমান কথা রংপুর প্রতিনিধ লোকমান ফারুক, দৈনিক প্রথম খবর স্টাফ রিপোর্টার জেনিফা,ডেইলী পোস্ট রংপুর প্রতিনিধি এম এন রাব্বি, বৈষম্য মুক্ত রংপুর প্রতিনিধি মাবুদ,সাংবাদিক সাগর সাংবাদিক সাকিব প্রমুখ।