ঠাকুরগাঁও প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কর্তৃক মাঠ পরিদর্শন। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে ৩ সদস্যের একটি টীম ২০শে অক্টোবর সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এরিয়ার রুহিয়া শাখার অধিনে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ক্যাম্পপাড়া মহিলা দল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা) অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন স্মল অ্যান্ড মার্জিনাল সাইজড ফার্মারস এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট অ্যান্ড ডাইভারসিফিকেশন ফাইন্যান্সিং প্রজেক্ট ( এসএমএপি) শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেন জনাব মো: সালাহউদ্দীন নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা।
এ সময় তিনি এসএমএপি প্রকল্পের আওতায় কৃষি, প্রাণী ও কৃষি যন্ত্রপাতি খাতে প্রদত্ত ঋণ প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ ও কারিগরী সাপোর্ট সার্ভিস প্রদানের মাধ্যমে ঋণের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। নির্বাহী পরিচালক মহোদয় বলেন এসএমএপি প্রকল্পের আওতায় চলমান ঋণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। পরবর্তীতে সদস্যদের সাথে মতবিনিময় করার পর ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের আইজিএ হাউসহোল্ড ভিজিট করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মো: আবুল কালাম আজাদ পরিচালক ( এসিডি) জনাব মো: আবু সায়েদ নাদিম উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক। আরডিআরএস বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান সরকার(গোলাপ) ডিভিশনাল ম্যানেজার রংপুর, গোলজার হোসেন আঞ্চলিক ব্যাবস্থাপক ঠাকুরগাঁও, কৃষিবিদ মো: মশিউর রহমান সিনিয়র এগ্রিকালচার ম্যানেজার রংপুর, মো: আব্দুর রাজ্জাক, এরিয়া ম্যানেজার বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও, ওবায়ুল ইসলাম শাখা ব্যবস্থাপক রুহিয়া ঠাকুরগাঁও, রাজু আহম্মেদ রানা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও, মো: দবিরুল ইসলাম সহকারী কৃষি কর্মকর্তা(এসএমএপি) ঠাকুরগাঁও সহ বিভিন্ন কর্মকর্তাগণ।